সকল মেনু

ফ্রি উইন্ডোজ আনছে মাইক্রোসফট!

বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিবেদক, ঢাকা, ২ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) :  উইন্ডোজ ৮.১ এর প্রতি ক্রেতাদের আকর্ষণ বাড়াতে এই অপারেটিং সিস্টেমটির (ওএস) ফ্রি ভার্সন ছাড়তে পারে মাইক্রোসফট। এপ্রিলেই এই ওসটির ব্যবসা গুটিয়ে নিচ্ছে মাইক্রোসফট। তাই ক্রেতা টানতে, এর ফ্রি ভার্সন ছাড়ার কথা জানিয়েছে সংস্থাটি।

প্রকাশিত সংবাদে জানা গেছে, এপ্রিলে ডেভলপার্স কনফারেন্সের মাধ্যমে নতুন ভার্সন উইনডোজ ৮.১ উইথ বিং বাজারে আনছে মাইক্রোসফট।

গুজব যে, সংস্থা উইন্ডোজ ফোন মোবাইল অপারেটিং সিস্টেমের দাম কমাতে পারে, এমনকি তার ফ্রি ভার্সনও বাজারে ছাড়তে পারে। প্রকাশিত সংবাদ অনুযায়ী, ‘ক্রেতাদের আকর্ষণ করতে মাইক্রোসফট উইন্ডোজ ৮.১ এর ফ্রি ভার্সন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে।’

পাশাপাশি সংস্থাটি উইন্ডোজ ৮.১ উইথ বিং তৈরি করছে, তাতে মাইক্রোসফটের সমস্ত প্রধান অ্যাপ এবং পরিসেবা থাকবে।

ইতিমধ্যেই গ্রাহকদের মধ্যে চাহিদা বাড়াতে উইন্ডোজ ৮ এ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে মাইক্রোসফট। সংস্থার ধারণা, নতুন ব্যবস্থা টাচস্ক্রিন ব্যবহারকারীদের জন্য আরও সহজ হবে। এমনকি উইন্ডোজ পিসি, ফোন এবং ট্যাবলেট ব্যবহারকারীদের অভিজ্ঞতাও একই রকম হবে।

মাইক্রোসফটের সিইও স্টিভ বলমার বলেন, ‘আসুন মানুষের অভ্যাস যা, সেই মতোই আমরা বদলাই।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top