সকল মেনু

ওয়াল্টন নিয়ে এলো অক্টাকোর প্রসেসর সমৃদ্ধ স্মার্টফোন

বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিবেদক, ঢাকা, ১ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : ওয়াল্টন প্রিমো সিরিজে আরও একটি ফোন যুক্ত হতে চলেছে। ওয়াল্টন প্রিমো ভি-ওয়ান ফোনটি হবে নতুন প্রিমো ভি সিরিজের প্রথম স্মার্টফোন। কবে নাগাদ রিলিজ পাবে বা দাম কত হতে পারে সো নিয়ে কিছু জানা না গেলেও ফোনটির ছবি ও স্পেসিফিকেশন রিলিজ করেছে ওয়াল্টন। স্পেসিফিকেশনে বেশ কিছু নতুন ফিচার রয়েছে যা এর আগের দেশীয় ফোনগুলোতে ছিলোনা। চলুন দেখা যাক কি কি থাকছে এই ফোনটিতে।

অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ৪.২.২
প্রসেসর: ১.৭ গিগাহার্য অক্টাকোর ARMv7 প্রসেসর (৮টি কোর)
জিপিউ: মালি ৪৫০
র‌্যাম: ২ গিগাবাইট
স্টোরেজ: ২৬ গিগাবাইট বিল্ট-ইন, ৬৪ গিগাবাইট পর্যন্ত এক্সপ্যান্ড করা সম্ভব
স্ক্রিন:
– সাইজ: ৫.০ ইঞ্চি
– রেজুলেশন: ১০৮০*১৯২০ পিক্সেল
– টাচ প্যানেল: ৫ পয়েন্ট টাচ, ক্যাপাসিটিভ প্যানেল। সাথে রয়েছে ৩য় প্রজন্মের গরিলা গ্লাস।
– ডিসপ্লে টাইপ: আইপিএস – ২
ক্যামেরা:
– অমনিভিশন ১৩ মেগাপিক্সেল বিএসআই সেন্সর রিয়ার ক্যামেরা
– বিএসআই ৫ মেগাপিক্সেল সেন্সর ফ্রন্ট ক্যামেরা
– ১০৮০পি ভিডিও রেকর্ড
কানেক্টিভিটি: ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৪.০, মাইক্রো ইউএসবি যা ওটিজি সমর্থন করে, ওয়াই-ফাই ডিসপ্লে শেয়ারিং সুবিধা
সেন্সর: থ্রিডি-অ্যাক্সেলেরোমিটার, জাইরোস্কোপ, লাইট সেন্সর, প্রক্সিমিটি, ম্যাগনেটোমিটার, জিপিএস
ব্যাটারী: ২২০০ এমএএইচ
ডুয়াল সিম, ডুয়াল ৩জি স্ট্যান্ডবাই।

স্পেসিফিকেশন থেকে উল্লেখযোগ্য ব্যাপারটি হচ্ছে ট্রু-অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে এতে। স্যামসাং এর মত ৪টি-৪টি করে ভাগ করা হয়নি এই প্রসেসরটি, অর্থাৎ সবসময়ই ৮টি কোর ব্যবহার করা যাবে। তবে এতে ব্যাটারীলাইফ কিছুটা হ্রাস পেতে পারে যেহেতু ব্যাটারীও বেশ ছোট। দেখা যাক কবে নাগাদ ওয়াল্টন এই ফোনটি বাজারে নিয়ে আসে ও এর মূল্য কত টাকা নির্ধারণ করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top