সকল মেনু

দ্বিতীয় ধাপের নির্বাচনে ভোটের হার ৬২.১৯

ঢাকা, ১ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৫টি উপজেলার নির্বাচনে ১১৪টি উপজেলায় প্রাপ্ত ভোটের হিসাবে প্রদত্ত ভোটের হার ৬২ দশমিক ১৯ শতাংশ প্রায়।

শুক্রবার রাত পর্যন্ত উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো তথ্যের ভিত্তিতে এ পরিসংখ্যান দেন নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তারা।

দ্বিতীয় ধাপে দেশের ১১৪টি উপজেলায় বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটে প্রথম ধাপের চেয়ে সহিংসতা বেশী হলেও ভোটের হার প্রথম ধাপের মতই রয়েছে।

এর আগে ১৯ ফেব্রুয়ারি প্রথম পর্যায়ে ৯৭টি উপজেলা নির্বাচনে ভোটের হার ছিল ৬২ শতাংশ।

প্রথম ধাপের মতো এবারও বেশিরভাগ উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীরা। এ ধাপে এক কোটি ৯৫ লাখ ৫৩ হাজার ৮৪৩ ভোটারের মধ্যে ১ কোটি ২১ লাখ ৬৯ হাজার ভোটার ভোট দিয়েছেন। ১১৪টি উপজেলার মধ্যে মেহেরপুরের মুজিবনগরে সবচেয়ে বেশি ভোট পড়েছে। এ উপজেলায় ৮৩ দশমিক ৯৬ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। ময়মনসিংহ সদর উপজেলায় সবচেয়ে কম ভোট পড়েছে। মাত্র ৪৪ দশমিক ৩২ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। দ্বিতীয় ধাপের নির্বাচনে বাতিল হয়েছে ৫ লাখ ৬২ হাজার ৯৫৫ ভোট।

এ ধাপে সহিংসতায় নোয়াখালী সদর উপজেলায় ভোট স্থগিত করতে বাধ্য হয়েছে নির্বাচন কমিশন। এছাড়া ১৩টি উপজেলার ৩৪টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ১৫ মার্চ তৃতীয় ধাপে ৮৩টি উপজেলায়, ২৩ মার্চ চতুর্থ ধাপে ৯২টি উপজেলায়, ৩১ মার্চ পঞ্চম ধাপে ৭৪টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৪৮৭টি উপজেলার বাকি উপজেলায় সীমানা জটিলতাসহ যাবতীয় প্রস্তুতি শেষে নির্বাচন করবে বলে জানিয়েছে ইসি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top