সকল মেনু

নীলফামারীর কিশোরীগঞ্জে রশিদুল ইসলাম নির্বাচিত

মো. আমিররুজ্জামান, নীলফামারী ২৮ ফেব্র“য়ারি:  দ্বিতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে জাতীয় পার্টি সমর্থীত প্রার্থী রশিদুল ইসলাম বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ঘোড়া প্রতীক নিয়ে ভোট  ৩৫ হাজার সাত শত ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হন। জেলা রির্টানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএএম রফিকুনন্নবী তাকে বেসরকারী ভাবে নির্বাচিত ঘোষণা করেন। তার নিকটতম প্রতিদ্বন্দী  হিসেবে বিএনপি সমর্থীত প্রার্থী অধ্যাপক রাজ্জাকুল ইসলাম রাজা (আনারস প্রতীক) ২৬ হাজার আট শত সাত ভোট পান।অপর দিকে ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থীত প্রার্থী  আ.ফ.ম  রুহুল ইসলাম। তিনি উড়োজাহাজ প্রতীক নিয়ে ২৩ হাজার ৪৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতীদ্বন্দী  স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জোনাব আলী চশমা প্রতীক নিয়ে পান ১৯হাজার ৯৮৯ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শিরিনা বেগম নির্বাচিত হয়েছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কলস প্রতীক নিয়ে ৪৯হাজার ১৮৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন আওয়ামী লীগ সমর্থীত প্রার্থী ফাতেমা বেগম। তিনি  হাঁস প্রতীক নিয়ে ২৯ হাজার ৪৩৫ ভোট পান। উপজেলা নির্বাচন কর্মকর্তা সোয়েব সিদ্দিকী বৃহস্পতিবার রাতে উক্ত ফলাফল নিশ্চিত করেছেন। ভোট পড়েছে ৬৩ ভাগ। এখানে ভরাডুবী হয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এছরারুল হক (কাপ-পিরিচ) চেয়ারম্যান পদে পেয়েছেন তিন হাজার ৩২৭ ভোট। অপরদিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী  মশিয়ার রহমান (মোটরসাইকেল) পেয়েছেন ২১ হাজার ৩৩২ ভোট।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top