সকল মেনু

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চে আগুন

চাঁদপুর, ২৩ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : চাঁদপুর-ঢাকা রুটে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চ ‘এমভি ঈগল-১’-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে লঞ্চটির তৃতীয় তলা সম্পূর্ণ পুড়ে যায় এবং দ্বিতীয় তলা ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রবিবার সকালে চাঁদপুর লঞ্চঘাটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে যাত্রী উঠানোর জন্য লঞ্চটি ঘাটে ভিড়ানোর সময় হঠাৎ ৩ তলায় আগুন ধরে যায়। ৩ তলায় বৈদ্যুতিক কন্ট্রোল সার্কিট ইউনিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। এতে ৩ তলা লঞ্চের সবগুলো এসি, আসবাবপত্র, দোকান, নিয়ন্ত্রণ কক্ষ পুড়ে যায়।

চাঁদপুর-ঢাকা রুটে চলাচলকারী ৩ তলা বিশিষ্ট ‘এমভি ঈগল-১’ লঞ্চটি প্রতিদিন চাঁদপুর লঞ্চঘাট থেকে সকাল সোয়া ৮টায় ছেড়ে যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top