নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২১ফেব্রুয়ারি: বাউফলে যথাযোগ্য মর্যাদায় আর্ন্তজাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উদযাপন করা হয়েছে। দিবসের প্রথম প্রহরে জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজের পক্ষে বাউফল পাবলিক মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সামসুল আলম মিয়াসহ আৗযামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ। এরপর ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার এবিএম সাদিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠন, বিএনপি, জাতীয় পার্টি, বাউফল প্রেসক্লাব, বাউফল রির্পোটার্স ইউনিটি, মানবাধিকার সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ। সকাল ৭ টায় সকল সরকারি ও বেসরকারি ভবনসহ শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলণ করা হয়। সকাল সারে ৭ টায় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে সর্বস্তরের মানুষের অংশ গ্রহণে বাউফল পৌর শহরে র্যালি বের করা হয়। বাণিজ্যিক বন্দর কালাইয়াতে ইদ্রিছ মোল্লা ডিগ্রি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা বিশাল র্যালি করে। পরে কলেজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।