সকল মেনু

বন্দুকযুদ্ধে চরমপন্থী নেতা নিহত

মাদারীপুর, ১৯ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : জেলার শিবচরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চরমপন্থী নেতা কিরন ব্যাপারী (৩৫) নিহত হয়েছে। 

আজ বুধবার ভোর ৫টায় শিবচরের বাঘমারা এলাকায় এ ঘটনা ঘটে। কিরন চরমপন্থী সংগঠন সর্বহারার সক্রিয় সদস্য ছিল।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় কিরনকে গ্রেফতার করে পুলিশ। পরে তার ভাষ্য মত ভোরে তাকে সঙ্গে নিয়ে শিবচরের বাঘমারা এলাকায় পুলিশ অস্ত্র উদ্ধারে অভিযান চালায়। এ সময় সর্বহারার অন্য সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশের ওপর হামলা করে। আত্মরক্ষার্থে পুলিশ গুলি করলে উভয়ের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। গোলাগুলির এক পর্যায়ে চরমপন্থী নেতা কিরন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। 

ঘটনাস্থল থেকে ১১ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে পুলিশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top