সকল মেনু

গাজীপুর জেলাকে হারিয়ে জামালপুর জেলা চ্যাম্পিয়ন

স্টাফ রির্পোটার:  জামালপুরে আন্তঃ  জেলা মহিলা কাবাডি প্রতিযোগীতার ফাইনালে গাজীপুর জেলাকে হারিয়ে জামালপুর জেলা চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বিকালে জামালপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মারসেল এলইডি টেলিভিশন ও ওয়ালটন এর পৃষ্ঠপোশকতায় জামালপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আন্তঃ জেলা মহিলা কাবাডি প্রতিযোগীতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় জামালপুর জেলা গাজীপুর জেলাকে ১৭-৬ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ।পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন জামালপুরের জেলা প্রশাসক মোঃ শাহাবুদ্দিন খান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান,সহসভাপতি অ্যাডভোকেট রফিকুল আলম,যুগ্ম সাধারন সম্পাদক সরোয়ার হোসেন শান্ত, রাজব আলী,সফিকুল ইসলাম,আক্তারুজ্জামান আওয়াল,সোহেল রানা,আমিন রানা,নজরুল ইসলাম মুক্তা সহ আরো অনেকে। এই প্রতিযোগীতায় জামালপুর,টাঙ্গাইল,ময়মনসিংহ ও গাজীপুর জেলা অংশ গ্রহন করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top