সকল মেনু

টেকনাফে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ আটক ৩

টেকনাফ, ১৭ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : টেকনাফে অভিযান চালিয়ে দেশীয় তৈরি অস্ত্র ও ইয়াবাসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-৪২) সদস্যরা।

সোমবার ভোর ৫টায় টেকনাফের হ্নীলার লেদা রোহিঙ্গা বস্তিতে এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন- টেকনাফ ইসলামাবাদ এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. হাশিম (৩৮), নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের এইচ ব্লকের মৃত বাকের আহমদের ছেলে মো. হোছাইন (৩৯) ও লেদা এলাকার মোহাম্মদ উল্লাহর স্ত্রী হাছিনা খাতুন (২২)।

বিজিবি সূত্রে জানা যায়, লেদা রোহিঙ্গা বস্তির স্থানীয় নুরালী পাড়ার নুর হোছাইনের বাড়িতে অভিযান চালিয়ে দু’টি দেশীয় তৈরি অস্ত্র, একটি লম্বা দা, ১৩৪টি ইয়াবা ও ইয়াবা সেবনের সরাঞ্জমাদি উদ্ধার করা হয়। এসময় একজন রোহিঙ্গাসহ তিনজনকে আটক করা হয়।

এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আটক ব্যক্তিদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top