সকল মেনু

১০ শতাংশ কম্পিউটারে উইন্ডোজ ৮ ও ৮.১

বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিবেদক, ১৬ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : উইন্ডোজের পুরনো সংস্করণগুলোর জনপ্রিয়তা ধীরে ধীরে কমছে আর বাজার দখল করে নিচ্ছে উইন্ডোজের সর্বশেষ সংস্করণ উইন্ডোজ ৮ ও ৮.১। ওয়েব তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান নেট অ্যাপলিকেশন্স এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বর্তমানে পিসি বাজারে উইন্ডোজের সর্বশেষ সংস্করণ দুটি মিলিয়ে প্রায় ১০.৫৮ শতাংশ দখল করে নিয়েছে। যা কিনা ধীরে ধীরে উর্ধমুখীই হচ্ছে।

a

বর্তমানে উইন্ডোজ ৮ এর দখলে রয়েছে বাজারে ৬.৬৩ শতাংশ ও উইন্ডোজ ৮.১ এর দখলে রয়েছে বাজারের মাত্র ৩.৯৫ শতাংশ। নেট অ্যাপলিকেশন্সের তথ্য অনুযায়ী, পিসি বাজারে অপারেটিং সিস্টেম হিসেবে এখন জনপ্রিয়তার শীর্ষে রয়েছে উইন্ডোজ ৭ যার শেয়ারের পরিমান হচ্ছে ৪৭.৪৯। ধীরে ধীরে কমে যাচ্ছে উইন্ডোজ এক্সপির জনপ্রিয়তা। প্রসঙ্গত, বর্তমান কম্পিউটার বাজারের ৯০.৭২ শতাংশ দখলে রেখেছে মাইক্রসফট উইন্ডোজ ওএস এর বিভিন্ন সংস্করণ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top