সকল মেনু

জামালপুরে হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার এর শুভ উদ্ভোধন

এম এফ এ মাকাম : সু চিকিৎসায় সু স্বাস্থ্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে হযরত শাহ পরান (রঃ) হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার এর শুভ উদ্ভোধন করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা শহরের বানিয়াবাজার এলাকায় হযরত শাহ পরান (রঃ) হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার এর শুভ উদ্ভোধন করেন এফবিসিসিআ্ই এর পরিচালক ও জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি মোঃ রেজাউল করিম রেজনু। এ সময় উদ্ভোধনী বক্তব্যে তিনি বলেন, সেবার মনোভাব নিয়ে মানবতার মূল্যবোধে বিশ্বাসী হয়ে পীরিতদের সর্বোচ্চ সেবা দিয়ে সুষ্ঠ করে তোলার পাশাপাশি বানিজ্যিক নয় সেবাই যেন মূল মন্ত্র হয় এই প্রতিষ্ঠানের কর্মীদের । এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর চেম্বারের সহ সভাপতি ইকরামুল হক নবীন,পরিচালক জাহাঙ্গির, হযরত শাহ পরান (রঃ) হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ রেজাউল করিম,পরিচালক মোঃ আজহারুল ইসলাম,মোঃ সুরুজ্জামান, মোঃ ফজলে আলম,মোঃ আজিম উদ্দিন, মোঃ আব্দুল্লাহ আল ই্উসুফ রাসেল, মোঃ আব্দুল্লাহ আল আমীন সুদয়, আন্জুমানারা বেগম,বিউটি বেগম,সাহেদা বেগম,মন্জুরুল হক,রফিকুল ইসলাম,আলী আহম্মদ সহ আরো অনেকে। পরে হযরত শাহ পরান (রঃ) হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার এর সফলতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top