সকল মেনু

ইউনূস ও রাজনৈতিক ইস্যুতে জিএসপি সুবিধা পাবো না: বাণিজ্যমন্ত্রী

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ বলেছেন,‘জিএসপি সংক্রান্ত আলোচনায় যদি গ্রামীণ ব্যাংক, ড. ইউনূস এবং বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইস্যু নিয়ে আসা হয় তা হলে আমরা কখনোই জিএসপি সুবিধা ফিরে পাবো না। সকল শর্ত পূরণের পরও যদি জিএসপি না দেওয়া হয় তাহলে সেটা হবে রাজনৈতিক কারণে।’

বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ-মিয়ানমার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) ও ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) প্রতিনিধি দলের সঙ্গে পৃথক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ‘ড. ইউনূস, গ্রামীণ ব্যাংক এবং বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইস্যু আনা হলে আমরা কখনো জিএসপি সুবিধা ফিরে পাব না।’

তিনি বলেন, ‘ড. ইউনুস এবং গ্রামীণ ব্যাংকের বিষয়ে নেয়া সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট সঠিক বলেছে। তাই কোনো চাপের মুখে সরকার মাথা নত করবে না। জিএসপি সুবিধা ফিরে পেতে মাত্র ৩টি শর্ত বাকি রয়েছে। এগুলো ৩০ মার্চের মধ্যে পূরণ করা হবে।’

জিএসপি সুবিধা ফিরে পেতে বেঁধে দেওয়া ১৬ শর্তের মধ্যে আলোচনা সীমাবদ্ধ রাখতে যুক্তরাষ্ট্রের প্রতি অনুরোধ জানিয়ে বাণিজ্যিক বিষয় নিয়ে আলোচনা বাণিজ্যিক বিষয়ের মধ্যেই সীমিত থাকা উচিত বলেও মত দেন তিনি।

বৈঠকে জিএসপি সুবিধা ফিরে পেতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেছেন বাণিজ্যমন্ত্রী।

জিএসপি সুবিধা ফিরে পেতে যুক্তরাষ্ট্র সহানুভূতিশীল হবে এমন আশাবাদ ব্যক্ত করে তোফায়েল আহমেদ বলেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। দেশের সংবিধান অনুযায়ী এখানে নির্বাচন হয়েছে।’

এদিকে সভায় আইবিএফবির নেতারা বাণিজ্যমন্ত্রীর কাছে অর্থনীতিকে রাজনীতির বাইরে আনার জন্য অনুরোধ করেন। এ ছাড়া নেতারা অর্থনৈতিক গতিশীলতা আনতে এবং দেশীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাণিজ্যে সাহায্য-সহযোগিতা করার আশ্বাস দেন। এতে তারা দেশের অর্থনীতিকে গতিশীল করতে গবেষণাসহ বিভিন্ন উদ্যোগ নেয়ায় সরকারকে সহযোগিতা করার কথাও বলেন।

এ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী তোফায়েল তাদের বলেন, ‘আপনারা খুব সুন্দর একটি প্রস্তাব দিয়েছেন। এ ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয় যা যা করার দরকার সাধ্যমতো তাই করবে। তবে দুঃখের বিষয় যে, শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বের আন্তর্জাতিক বাণিজ্যে রাজনীতি ঢুকে পড়েছে। এ কারণে অর্থনীতি আরও পিছিয়ে পড়ছে।’

এ সময় আইবিএফবির প্রেসিডেন্ট ও রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খানের নেতৃত্বে প্রতিনিধি দলের অন্যান্য পরিচালক ও সদস্য ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top