সকল মেনু

দুই পুলিশের বিরুদ্ধে ঘুষ দাবির মামলা

 আদালত প্রতিবেদক: ঘুষ দাবির অভিযোগে রাজধানীর ভাটারা থানার দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে মামলাটি করেন দৈনিক পুনরুত্থান পত্রিকার সম্পাদক জাহাঙ্গীর মিয়া উজ্জ্বল। মামলায় আসামি করা হয়েছে, ভাটারা থানার এসআই মো. ইসরাইল ও এএসআই সজল কান্তি হীরাসহ অজ্ঞাতনামা আরও ৬ পুলিশ সদস্যকে। এবিষয়ে বাদির আইনজীবী মাহবুব হাসান রানা সাংবাদিকদের জনায়, ঢাকা মহানগর হাকিম মো.তসরুজ্জামান বাদির জবানবন্দি প্রহণ করে মামলার অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য গোয়েন্দা পুলিশের উপকমিশনারকে (ডিসি ডিবি) নির্দেশ দিয়েছেন। মামলায় বলা হয়, গত ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় ভাটারা থানাধীন নূরেরচালা বাজারে আনোয়ারা ফার্মেসি থেকে ওষুধ কিনে বাসায় ফেরার সময় বাদিকে ডেকে নেন আসামি সজল কান্তি হীরা। পরে বাদির কাছে বিশ হাজার টাকা ঘুষ দাবি করা হয়। কিন্তু বাদি ঘুষের ওই টাকা না দেওয়ায় কথা জানালে তার কলার ধরে পুলিশের গাড়িতে তোলা হয় এবং বলা হয় তার নামে থানায় মামলা আছে। এরপর বাদিকে থানায় নিয়ে প্রধানা আসামি ইসরাইলের কাছে হস্তানর করা হয়। পরে আসামি ইসরাইল বাদিকে জানায় ২০ হাজার নয় ৫০ হাজার টাকা দিতে হবে। আর এ টাকা না দিলে বাদিকে বিভিন্ন পেনডিং মামলায় আসামি করা
হবে। এছাড়া ক্রসফায়ারের হুমকি দেয়া হয়। পরে বাদির লোকজন তাদের ২০ হাজার টাকা দিলে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে তাকে থানা থেকে বের
করে আনে। ঘটনার পরদিন বাদি ভাটারা থানার মামলায় করতে গেলে থানা কতৃপক্ষ মামলা নেয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top