সকল মেনু

ক্রিকেট প্রতিযোগীতায় জামালপুর জেলা চ্যাম্পিয়ন

এম.এফ এ মাকাম: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় ইয়াং টাইগারস্ অনুর্ধ ১৮ ঢাকা বিভাগীয় ক্রিকেট প্রতিযোগীতায় জামালপুর জেলা চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে।  বুধবার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়ামে টাঙ্গাইল জেলা দল কে ৩ উইকেটে হারিয়ে জামালপুর জেলা ক্রিকেটদল চ্যাম্পিয়ান হয়েছে। সকালে নির্ধারিত ৫০ ওভারের খেলায় টাঙ্গাইল জেলা টসে জিতে প্রথমে ব্যাট করে ৩৭ ওভারে ১০ উইকেটে ১০৭ রান করে। জবাবে জামালপুর জেলা ৩৬.৩ ওভারে ১১১ রান করে ৩ উইকেটে বিজয় লাভ করে। খেলায় জামালপুর জেলা দলের অনিল বাবু ২৪ বলে ৬ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়। পরে বিকালে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মোঃ আনোয়ার হোসেন বিজীত ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন । এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি অ্যাডভোকেট মোঃ রফিকুল আলম,জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা আব্দুল আওয়াল,শাফিকুল ইসলাম কাজল,রাজু দেব,আমিন রানা,সোহেল রানা,শিবলী নুমান ইদ্রিস,রজব আলী ,আলতাফ হোসেন, সাংবাদিক ফজলে এলাহী মাকাম,জুয়েল রানা সহ আরো অনেকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top