সকল মেনু

মস্তিষ্কে রক্তক্ষরণে ইউসুফের মৃত্যু

ঢাকা, ৯ ফেব্রুয়ারি : জামায়াত নেতা মাওলানা এ কে এম ইউসুফের মৃত্যু হয়েছে মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে।

ময়নাতদন্ত শেষে রোববার সন্ধ্যায়  ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. এ কে এম শফিউজ্জামান সাংবাদিকদের এ কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই ইউসুফের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হয়েছি আমরা।’

এদিকে কাশিমপুর কারাগারের ডেপুটি জেলার আদিব আহমদ বলেছেন, ইউসুফের ময়নতদন্ত শেষ হয়েছে। লাশ তার ছেলে মাহবুবুর রহমানের কাছে হস্তান্তর করা হয়েছে। লাশ গ্রহণের পর তিনি যেখানে ইচ্ছে সেখানেই তাকে দাফন করতে পারেন। এ ব্যাপারে সরকারের বা কারা কর্তৃপক্ষের কোনো পৃথক নির্দেশনা নেই।

অন্যদিকে প্রয়াত মাওলানা ইউসুফের ছেলে মাহবুবুর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘আমার বাবার মরদেহ কোথায় দাফন করা হবে, এখনো সে সিদ্ধান্ত হয়নি।’

তিনি বলেন, ‘এখানে দলীয় সিদ্ধান্তের বিষয়টি গুরুত্বপূর্ণ। তবে আজই  রাত ৯টার মধ্যে জানাতে পারব।’

তিনি জানান, তার বাবার লাশ ধানমন্ডি অথবা বাগেরহাটে দাফন করা হবে।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার মাওলানা ইউসুফ রোববার পৌনে ১২টায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা যান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top