সকল মেনু

ইউসূফের লাশের ময়না তদন্ত, কারাবিধি অনুসারে ব্যবস্থা নিতে নির্দেশ

ঢাকা, ৯ ফেব্রয়ারি : জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির মাওলানা এ কে এম ইউসুফের ময়না তদন্ত করার ব্যাপারে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার বেলা সোয়া ৩টার দিকে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি শাহিনুল ইসলাম সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনাল-২-এ শুনানি শেষে এ আদেশ দেন।

এরআগে মাওলানা ইউসুফের লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করতে ট্রাইব্যুনালে আবেদন করেন তার আইনজীবী গাজী এম এইচ তামিম। অন্যদিকে, এর বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হায়দার আলী।

পরে আদালত উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

এরআগে দুপুর পৌনে ১২টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারাধীন এ কে এম ইউসূফ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top