সকল মেনু

আজ থেকে এসএসসি পরীক্ষা শুরু

ঢাকা, ৯ ফেব্রুয়ারি : সারাদেশে আজ রোববার থেকে সৃজনশীল প্রশ্নপত্রে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে।

এবার মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় মোট ১৪ লাখ ৩২ হাজার ৪২৭ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্রের সংখ্যা হলো সাত লাখ ৩৩ হাজার ২০২ ও ছাত্রী ছয় লাখ ৯৯ হাজার ৫২৫ জন।

এসএসসিতে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা হলো ১০ লাখ ৯০ হাজার ৫৫৫ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা হলো পাঁচ লাখ ৩৬ হাজার ২১৭ জন ও ছাত্রীর সংখ্যা পাঁচ লাখ ৫৪ হাজার ৩৩৮ জন।

দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করছে ২ লাখ ৩৯ হাজার ৭৪৯ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা হলো এক লাখ ২১ হাজার ৬০১ জন ও ছাত্রীর সংখ্যা এক লাখ ১৮ হাজার ১৪৮ জন।

এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিতে যাওয়া মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ দুই হাজার ৪২৩ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা হলো ৭৫ হাজার তিনশত ৮৪ জন ও ছাত্রীর সংখ্যা ২৭ হাজার ৩৯ জন।

এবার বিদেশের ৭টি কেন্দ্র থেকে মোট ২৯৬ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

উল্লেখ্য, গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১ লাখ ২৯ হাজার ৫৫৪ জন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top