সকল মেনু

ফেনীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি, গুলিবিদ্ধ ৫

ফেনী, ৮ ফেব্রুয়ারি : প্রায় ৫০টি বোমা ফাটিয়ে ফেনী শহরের আবেদীন জুয়েলার্সে সোনা লুটে নেয় ডাকাতদল । এসময় দুর্বৃত্তরা প্রায় ২০০ ভরি সোনা লুট করেছে। আজ সন্ধ্যা ৭টায় ফেনী শহরের ট্রাংক রোড়স্থ খাজা আহম্মদ সড়কে এ ঘটনা ঘটে।এ ঘটনায় ডাকাতদের ছোড়া ককটেল ও হাত বোমার আঘাতে ১৫ জন আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 
ঘটনাস্থলে ফেনী পুলিশ সুপার পরিতোষ ঘোষ ও ওসি থানার আমিনুল ইসলাম জানান, ডাকাতির সময় পার্শ্ববর্তী আরো ৭টি দোকানে হামলা চালানো হয়। এতে আহত হন সোহাগ (৩৫), রুমেল (২৬), সালাউদ্দিন (৩৮) সহ ১৫ জন।
ফেনী থানার ওসি আমিনুল ইসলাম জানান, এদেরকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। 
ফেনী জুয়েলারী সমিতির নেতা আবুল কালাম আজাদ জানান, আবেদীন জুয়েলার্সে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ ছিল। ডাকাতরা বোমা ফাটিয়ে পাশের নাছির স্টোর, হুমায়ুন স্টোর, সালম এন্ড সন্স, আধুনিক জুয়েলাসর্, টাউন ফার্মা, ঝুমুর কসমেটিকস, আমিন স্টোরসহ আরো ৭-৮টি দোকানে ৫০টির ও অধিক  বোমা ফাটিয়ে স্বর্ণ লুট করে নেয়। 
ব্যবসায়ী নেতা মনোয়ার হোসেন টিপু জানান, ফেনী প্রেসক্লাবের পাশে থানা পুলিশের মাত্র ২০০ গজ দূরে নিরস্ত্র হাজার হাজার মানুষের সামনে দোকান লুট, ককটেল ও হাত বোমা ফাটিয়ে এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি। 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top