সকল মেনু

তালেবানের সঙ্গে আলোচনার বৈধতা নিয়ে পিপিপির প্রশ্ন

পাকিস্তান তেহরিক-ই তালেবানের সঙ্গে সরকারের শন্তি আলোচনার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। দলটির নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক বলেছেন, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে আলোচনা করে আমরা কি আইন ও সংবিধানকে লঙ্ঘন করছি না ?’ যদি কেউ কালকে এনিয়ে সুপ্রীম কোর্টে যায় তাহলে কী হবে? শুক্রবার সিনেটে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে রেহমান মালিক এ প্রশ্ন তোলেন।

এ সময় তিনি বলেন, সন্ত্রাসবিরোধী আইন ১৯৯৭ এর ১১ অনুচ্ছেদ অনুযায়ী, বেআইনি ঘোষণা করা কোন সংগঠনের সঙ্গে আলোচনা হতে পারে না। অনুচ্ছেদ ১১বি ও ১২বি’ তে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে আলোচনাকে রহিত করা হয়েছে। প্রসঙ্গত, ২০১৩ সালে পাকিস্তানে নওয়াজ শরিফ ক্ষমতায় আসার পর তালেবানের সঙ্গে শান্তি আলোচনা শুরুর উদ্যোগ নেন। এর অংশ হিসেবে সম্প্রতি তালেবানের সঙ্গে সরকারের প্রাথমিক আলোচনা শুরু হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top