সকল মেনু

উপজেলা নির্বাচন; প্রার্থী নির্বাচনে বিপাকে বিএনপি ও আওয়ামীলীগ

ঠাকুরগাঁও অফিস ও হুমায়ুন কবির বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) থেকে: ২য় দফার উপজেলা নির্বাচনের তফসিল ঘোষনার পরে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী মনোনিত করতে বিপাকে পড়েছে রানীশংকৈল ও বালিয়াডাঙ্গী উপজেলার আওয়ামীলীগ ও বিএনপি। দলীয় পরিচয়  দিয়ে একাধিক প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছে উভয় দল থেকেই। রানীশংকৈল উপজেলা: ১০ ফেব্র“য়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন  হলেও এখন পর্যন্ত এ উপজেলায় আওয়ামীলীগের পক্ষে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল ও প্রচার প্রচারনায় অংশ নিয়েছেন ৩ জন প্রার্থী। অন্যদিকে বিএনপি থেকেও মনোনয়ন দাখিল ও প্রচারনায় অংশ নিয়েছেন ২ জন প্রার্থী।  গতবারের নির্বাচনে বিজয়ী উপজেলা চেয়ারম্যান প্রভাষক শহীদুল ইসলামকে জেলা ও উপজেলা আওয়ামীলীগের এক সভায় আওয়ামীলীগের প্রার্থী হিসেবে লিখিতভাবে অনুমোদন দেয়া হলেও কেন্দ্রীয় ছাত্র লীগের সহ সভাপতি শাহরিয়ার আলম মুন্না এবং রানীশংকৈল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আঃ কাদের নিজেদেরকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষনা দিয়ে প্রচার প্রচারনায় অংশ নিয়েছেন। কেন্দ্রীয় ছাত্রলীগ সহ সভাপতি মুন্না দাবি করে বলেন, তার পিতা মরহুম মিজানুর রহমান এ উপজেলার প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন এবং আওয়ামীলীগকে এগিয়ে নিয়ে গেছেন। বর্তমানে মুন্না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি নির্বাচিত হয়েছেন। এক্ষেত্রে উপজেলা নির্বাচনের জন্য তার অগ্রাধিকার অনেক বেশি। তিনি দাবি করে বলেন, বিরোধী দলের সাথে নির্বাচনের মাঠে লড়তে মরহুম মিজানুর রহমানের ইমেজকে কাজে লাগাতে হবে। এদিকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম জানান, জেলা ও উপজেলার নির্বাচিত কমিটি বিচার বিশ্লেষন করে তাকে দলীয়ভাবে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে লিখিত ভাবে অনুমতি প্রদান করেছেন। কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করলে দল শৃঙ্খলা ভঙ্গ করার বিষয়ে সিদ্ধান্ত নিবে। বিএনপি দলীয় প্রার্থী হিসেবে উপজেলা বিএনপি’র সভাপতি আইনুল হক মাষ্টার ও সাধারন সম্পাদক আতাউর রহমান উপজেলা চেয়ারম্যান পদের জন্য মনোনয়ন দাখিল করেছেন। জেলা ও উপজেলা বিএনপি এ ব্যাপারে প্রথমে আতাউর রহমান ও পরে আইনুল হক মাষ্টারকে তাদের দলীয় প্রার্থী হিসেবে ঘ্ষোনা করলেও এখনোও দু-জন প্রার্থী তাদের প্রচার প্রচারনা অব্যাহত রেখেছেন। এ বিষয়ে জেলা বিএনপি’র সহ সভাপতি ফয়সাল আমিন জানান, দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে দল। এদিকে আইনুল হক মাষ্টার ও আতাউর রহমান নিজেদের স্ব স্ব অবস্থানে যোগ্য প্রার্থী বলে মনে করেন। তবে তাদের মধ্যে কে মনোনয়ন পত্র প্রত্যাহার করবেন অথবা দু-জনেই নির্বাচন করবেন কিনা এ বিষয়ে দু-জনই স্পষ্টভাবে কিছু বলেননি। বালিয়াডাঙ্গী উপজেলা: দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেননি বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রবীর কুমার। তবে মনোনয়নপত্র দাখিল করেছেন ঠাকুরগাঁও-০২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলামের দুই সহদোর। সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে দাবি করে বলেন, দলীয় সিদ্ধান্তই চুড়ান্ত সিদ্ধান্ত। মোহাম্মদ আলী’র ছোট ভাই ও সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামও নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে দাবি করে মনোনয়নপত্র দাখিল করেছেন। দল থেকে একজনকেই মনোনিত করা হবে এমন সিদ্ধান্ত নিতে চলছে বৈঠকের পর বৈঠক। তবে গত ৫ ফেব্র“য়ারি আওয়ামীলীগ প্রার্থী হিসেবে শফিকুল ইসলামকে ঘোষনা করা হলেও এখন পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করেননি আর এক প্রার্থী মোহাম্মদ আলী। এদিকে বিএনপি প্রার্থী হিসেবে নুরুন্নবি চেয়ারম্যানকে চেয়ারম্যান পদের জন্য নির্বাচনে অংশ গ্রহনের জন্য মনোনয়ন করা হয়েছে। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান থেকেও বিএনপি, আওয়ামীলীগ, জাতীয় পার্টি ও জামায়াতের একাধিক প্রার্থী রয়েছে। এ পদগুলিতেও দলীয় একক প্রার্থী বাছাই করতে হিমশিম খাচ্ছেন বলে জানান, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মকবুল হোসেন বাবু ও জেলা বিএনপি’র সহ সভাপতি ফয়সাল আমিন। ক্ষুব্ধ ভোটাররা:  দু-টি উপজেলারই বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন পেশাজীবি ভোটারদের সাথে কথা বললে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করে বলেন, সংসদ নির্ব্চানে কোন ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি তারা। তাদের ভোট না নিয়েই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাদের ভোটের অধিকারকে অপমান করা হয়েছে বলে সচেতন বেশ কিছু ভোটার মন্তব্য করেন। কাকে ভোট দিবেন এ ব্যাপারে ভিন্ন ভিন্ন মতামত পাওয়া গেলেও দুই উপজেলার কোথাও ভোটাররা

সংসদ নির্বাচন নিয়ে সন্তুষ্ট নন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top