সকল মেনু

ডাকাতি রোধে আশুগঞ্জে অনির্দিষ্টকালের ধর্মঘট

ব্রাহ্মণবাড়িয়া, ৭ ফেব্রুয়ারি : মেঘনা নদীতে মালবাহী কার্গো জাহাজে একের পর এক ডাকাতির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে নৌযান ফেডারেশন।

শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এ ধর্মঘটের ফলে বন্দরে আটকা পড়েছে প্রায় ২শতাধিক মালবাহী কার্গোজাহাজ। ফলে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের উৎপাদিত জরুরি কাচাঁমাল আটকা পড়ায় পণ্য সরবরাহকারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

শ্রমিকদের সাথে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে আশুগঞ্জ বন্দরে এমভি মাহি আরাফাত জাহাজে একদল ডাকাত হানা দিয়ে শ্রমিকদের প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে। এ সময় তাদের বাধা দিলে ডাকাতদের হামলায় ৪ শ্রমিক আহত হয়।

এর আগে গত ৫ দিনে অন্তত ৮টি জাহাজে ডাকাতি হয়।

বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসাইন হামদু জানান, গত কয়েক দিন যাবত আশুগঞ্জ বন্দর ও সার কারখানা এলাকায় মালবাহী জাহাজে ডাকাতির ঘটনা ঘটছে। স্থানীয় প্রশাসনকে বারবার অবহিত করেও কোন লাভ হচ্ছে না। তাই শ্রমিকরা নৌ ধর্মঘটে নামতে বাধ্য হয়েছে।

নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বাহার মাষ্টার জানান, ডাকাতি হওয়া মালামাল উদ্ধার ও পর্যাপ্ত নিরাপত্তা না দিলে ধর্মঘট অব্যাহত থাকবে। আশুগঞ্জের মেঘনা নদীতে একেরপর এক ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছেনা বলে তিনি অভিযোগ করেন।

তবে আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক জানান, নৌযান শ্রমিকদের অভিযোগের প্রেক্ষিতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সাথে দেখছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top