সকল মেনু

নাটোর-পাবনা সড়কে ডাকবাহী কাভার্ডভ্যানসহ ১২ ট্রাকে ডাকাতি

 জেলা প্রতিবেদক, নাটোর, ৭ ফেব্রুয়ারি :  নাটোর-পাবনা সড়কে ডাকবাহী একটি সরকারি কাভার্ডভ্যানসহ ১২টি ট্রাকে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতরা প্রতিটি গাড়ির চালক ও সহকারীদের মারধর করে তাদের টাকা ও মোবাইল কেড়ে নেয়। আজ শুক্রবার নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েনবাজার এলাকায় নাটোর-পাবনা সড়কে এ ডাকাতির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোরে কয়েনবাজার এলাকায় নাটোর-পাবনা সড়কে গাছ ফেলে যাতায়াত বন্ধ করে দেয় ২০/২৫ জন ডাকাত। এ সময় ওই সড়ক দিয়ে আসা ডাকবাহী একটি সরকারি কাভার্ডভ্যানসহ ১২টি ট্রাকে হামলা চালানো হয়। ডাকাতরা প্রতিটি গাড়ির চালক ও সহকারীদের মারধর করে তাদের টাকা ও মোবাইল সেট কেড়ে নেয়। ঢাকা থেকে ঈশ্বরদীগামী ডাকবাহী কাভার্ডভ্যানে ডাকাতরা হামলা চালালে দ্রুত পেছনে ফেরার চেষ্টা করলে ভ্যানটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ডাকাতরা চালক ও সহকারীকে পিটিয়ে আহত করলেও তালা ভেঙ্গে ডাকের মালামাল নিতে পারেনি। খবর পেয়ে বনপাড়া মহাসড়ক পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে গাছ সরালে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। আহতদের স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বনপাড়া মহাসড়ক পুলিশের সার্জেন্ট নিকুঞ্জ কুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়। ডাকাতদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top