সকল মেনু

জোসনা বিষয়ক কবিতা; এক জোসনা রাতে

ঢাকা, ৬ ফেব্রুয়ারি :

জে এম রউফ-এর
জোসনা বিষয়ক কবিতা

১.
গ্রাম শহরে জোসনা ছড়ায়
থালার সমান চাঁদ
রাজনীতির গ্যারাকলে
দিনও যেন রাত।

২.
পূর্ণিমায় ভেসে যাচ্ছে দেশটা
বাইরের আলোকচ্ছটা শুধু
তোমার চোখে নেই।
তুমি বাইরের আলোভরা
দৃশ্য দেখার চেষ্টা
করছো না মোটেই।

অথচ পূর্ণ চাঁদের ভরা জোসনা
একদা তোমার খুবই প্রিয় ছিলো।
সমুদ্র যেমন টানে মানুষকে
তেমনি করেই প্রতি পূর্ণিমায়
তোমায় টেনে নিয়ে যেতো জোসনা।

জোসনার আলোয় কিভাবে
জোকানিরা তাদের আলোক
হারিয়ে হরহরিয়ে চলে
গাছপালার ওপরে তাপহীন
অঢেল মায়াবী আলো
কেমন ধাঁধার সৃষ্টি করে
এসব দেখতে তুমি।

রৌদ্রেই শুধু ছায়া হয় না
চাঁদের আলোও ছায়া সৃষ্টি করে
সেই ছায়ায় লুকোচুরি করা যায়
সেই খেলায় মাততে, যেন কিশোরী তুমি।

আজও ভাসছে পুরো দেশ
পূর্ণিমার ভরা জোসনায়।
সন্ধ্যার আগেই পূব আকাশে
থালার মতো লাল চাঁদ ওঠে।
রাতের আঁধার ঘনে আর
জোসনা বাড়ে শহর ও গ্রামে।

কিন্তু তোমার মনে যেন কিসের বিষাদ
তুমি আর জোসনা দেখতে চাও না
বাইরের লোকচ্ছটাকে তুচ্ছজ্ঞান করে
তুমি থাকো আঁধার কুঠিরে।

৩.
সোনালী ধানক্ষেতে জোসনার ঢেউ
নদীর তরঙ্গে মেশে জোসনার আলো
মাঠ-ঘাট-প্রান্তর আজ একাকার
ভরা পূর্ণিমার জোসনায়।

অঁধারে দীপ হয়ে সন্ধ্যার পর
পূর্ণ থালাবেশী চাঁদের জোসনা
আমাকে-তোমাকে ডাকে
স্নানে এসো, আমাকে মাখো
শরীর জুড়াতে।

আজ জোসনা স্নানের ডাক পেয়ে
মাঠের ধানের মতো
নদীর জলের মতো
চলো রাঙিয়ে উঠি দু’জনায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top