নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৬ ফেব্রুয়ারি : বিনা অপরাধে আবদুল্লাহ (১২) ও নাঈম (১৫) নামের দুই স্কুল ছাত্রকে সাড়ে ৬ ঘন্টা হাজতবাস করতে হয়েছে। বাউফল থানার দারোগা মুরাদ হোসেন বুধবার বিকালে ওই দুই ছাত্রকে মধ্য মদনপুর গ্রাম থেকে ধরে এনে থানা হাজতে ডুকিয়ে রাখেন। প্রায় সাড়ে ৬ঘন্টা পর রাত সাড়ে ১১টার দিকে তাদের ছেড়ে দেয়া হয়। জানাগেছে, বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র আবদুল্লাহ ও একই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী নাঈম ঘটনার দিন বুধবার বিকাল ৫টার দিকে মধ্য মদনপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া অনুষ্ঠান দেখে বাড়ি ফেরার পথে পুলিশের টহল টিমে থাকা বাউফল থানার দারোগা মুরাদ হোসেন তাদেরকে আটক করে থানা এনে হাজতে ডুকিয়ে রাখেন। পরে ১০ হাজার টাকা উৎকোচ নিয়ে রাত সাড়ে ১১টার দিকে তাদের ছেড়ে দেন। নাঈমের বাবার নাম নাজেম সিকদার। তার বাড়ি পৌর শহরের কাগুজীপুল এলাকায় ও আবদুল্লাহ বাবার নাম ফোরকান হোসেন। তার বাড়িও পৌর শহরের হাজি সড়ক এলাকায়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।