সকল মেনু

কলাপাড়ায় বেড়িবাঁধের স্লোপের গাছ কেটে উজাড়; বনকর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ০৬ ফেব্রুয়ারি : লালুয়ায় চান্দুপাড়া ও কুড়িকানি গ্রাম সংলগ্ন তিনটি স্পটে বেড়িবাঁধের স্লোপের  দু’দিকের আড়াই শ’ গাছ কেটে ফেলা হয়েছে। সামাজিক বনায়নের সৃজিত এ গাছগুলো বুধ ও বৃহস্পতিবার কাটা হয়েছে। এর মধ্যে দেড় শতাধিক গাছ পাচার করা হয়েছে। ইউনিয়নের চেয়ারম্যান মীর তারিকুজ্জামান তারা বৃহস্পতিবার বিকালে ঘটনাস্থলে গিয়ে প্রায় ৫০টি  গাছ ও গাছ কাটার তিনটি করাত জব্ধ করেছেন। চেয়ারম্যান স্থানীয় লোকজনের উদ্ধৃতি দিয়ে জানান, বনবিভাগের বিট কর্মকর্তা জালাল হোসেনের নেতৃত্বে মালেক খান, আবুবকরসহ ১৫/১৬ ব্যক্তি এ গাছগুলো নির্বিচারে কেটে নিয়েছে। ফলে দুর্যোগ প্রবণ এলাকা চান্দুপাড়া ও কুড়িকানি গ্রামের সাধারণ মানুষ উদ্বিগ্ন হয়ে আছেন। বনবিভাগের রেঞ্জার জানান জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা  নেয়া হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top