সকল মেনু

যাত্রীবাহী ট্রলারে আগুন, নিহত ১১

 জেলা প্রতিবেদক, সুনামগঞ্জ, ৪ জানুয়ারি :  সুনামগঞ্জের দোয়ারাবাজারে একটি যাত্রীবাহী ট্রলারের ইঞ্জিনে আগুন লেগে দগ্ধ হয়ে সর্বশেষ পাওয়া তথ্যমতে নারীসহ ১১ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৫০ যাত্রী। নিখোঁজ রয়েছে চার শিশসহ আরও ৩০ জন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে জেলার দোয়ারাবাজারে যাত্রী ওঠানোর জন্য নোঙর করা ট্রলারটিতে হঠাৎ করে ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় আগুনের সূত্রপাত হয়। আহত যাত্রীদের স্থানীয় দোয়ারাবাজার ও ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ট্রলারটি দেড় শতাধিক যাত্রী নিয়ে সিলেটের ভোলাগঞ্জ থেকে সুনামগঞ্জের দোয়ারাবাজার হয়ে কিশোরগঞ্জ যাচ্ছিল। পথে দোয়ারাবাজারে যাত্রী ওঠানোর সময় এ দুর্ঘটনা ঘটে। সুনামগঞ্জ পুলিশ সুপার মো. হারুনুর রশিদ রাতে তিনজনের মৃত্যু ও চার শিশুর নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেন। পরে মঙ্গলবার সকালে অগ্নিদগ্ধ আরও ৮ জনের লাশ উদ্ধার করা হয়। রাতে স্থানীয় জনগণের সহায়তায় পুলিশ ট্রলারটি উদ্ধার করেছে। অন্যান্য নিখোঁজ যাত্রীদের উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ সুপার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top