জেলা প্রতিবেদক, টাঙ্গাইল, ২০ জানুয়ারি : টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার ভোর পাঁচটা ৪৫ মিনিটে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে টাঙ্গাইলের সখীপুরে তিনি ইন্তেকাল করেন। সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান সাংসদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ভোর পাঁচটা ৪৫ মিনিটে সাংসদ শওকত মোমেন শাহজাহান অসুস্থ বোধ করলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শওকত মোমেন শাহজাহান আওয়ামী লীগ থেকে ১৯৮৬ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৯ সালে উপনির্বাচন ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।