সকল মেনু

আ’লীগ-বিএনপির সংঘর্ষ; ভ্রাম্যমান আদালতে তিন জনের জেল

লিটু সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:  ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের মীরেরচর গ্রামে (রোববার, ১৯.০১.১৪) সকালে বিবাদমান দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়। এদের মধ্যে মূমুর্ষ এক ব্যক্তিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩ ব্যক্তিকে ১ মাস করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। থানা ও এলাকাবাসী সুত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ওরফে বাবলু ও আওয়ামীলীগ সমর্থক মো. রাশেদ মোল্যার পক্ষের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। ওইদিন সকালে বাবলু পক্ষের ওবায়দুর রহমান, মো. ফারুক মোল্যা, মো. রাসেল মোল্যা পাশের আষাড়িয়া বিলে ফসলের খেতে যাওয়ার পথে প্রতিপক্ষের লোকজন তাদের ধাওয়া করে। এরপর দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মারাত্মক আহত মো. নাসির মোল্যাকে (২৬) বোয়ালমারী উপজেলা স্বাস্থ কমপ্লেক্স থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত মো. বাদশা শেখ (৩৫), বিল্ল াল মোল্যা (২৩), মো. ফারুক মোল্যা (২৬), নান্নু মোল্যা (৩৫), দাউদ মোল্যাকে (২৬) কে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স -এ ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লে ক্স চত্বর থেকে ৩ ব্যক্তিকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করলে ওই কার্যালয়ে বেলা সাড়ে ১২টায় ইউএনও মো. সহিদুজ্জামান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাবলু পক্ষের মো. হোসাইন মোল্যা (৩৮), মো. মিরাজ মোল্যা (২৫) ও মো. রিয়াজ মোল্যা (২১) কে দাঙ্গা-হাঙ্গামায় জড়িত থাকার অভিযোগে প্রত্যেককে একমাস করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, ওই গ্রামের বিবাদমান দুটি গ্র“পের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দন্ডপ্রাপ্ত তিন ব্যক্তিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। উল্লেখ্য ওই গ্রামের বাবলু ও রাশেদের দুটি পক্ষ বিগত দুইবছর ধরে বিভিন্ন ঘটনায় পনেরবার সংঘর্ষ ও ৯টি মামলায় জড়িয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top