নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ১৫ জানুয়ারি : আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের নির্বাচন, কোনোভাবেই সহ্য করেনি দলটি। যার কারণে মাঠ পর্যায়ের অনেক পরীক্ষিত নেতা, যারা কিনা স্বতন্ত্র হয়ে দশম জাতীয় সংসদে নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে লড়েছেন, তাদেরকে দলছাড়া হতে হয়েছে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও হেভিওয়েট প্রার্থী মতিয়া চৌধুরীর বিরুদ্ধে নির্বাচন করায় এবার কৃষক লীগের সহসভাপতি বদিউজ্জামান বাদশাকে বহিষ্কার করা হয়েছে। কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা এবং সাধারণ সম্পাদক খোন্দকার শামসুল হক রেজা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্তের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করায় কৃষক লীগের গঠনতন্ত্র মোতাবেক বদিউজ্জামানকে সহসভাপতির পদ থেকে সরাসরি বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের এই সিদ্ধান্ত ৫ জানুয়ারি থেকে কার্যকর হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। উল্লেখ্য, কৃষিবিদ বদিউজ্জামান বাদশা শেরপুর-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। মতিয়া চৌধুরীর এক লাখ ৩৪ হাজার ৮১০ ভোটের বিপরীতে বাদশা পান ৩৫ হাজার ৯৮৬ ভোট।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।