সকল মেনু

চুয়াডাঙ্গায় অপহরণকারী আটক; অপহৃত স্কুলছাত্রী উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা থানা পুলিশ মঙ্গলবার ভোরে আলমডাঙ্গা কালিদাসপুর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত দশম শ্রেণীর ছাত্রী লিয়া খাতুনকে (১৪) উদ্ধার এবং অপহরণকারী সুজন আলীকে (২৫) আটক করেছে। বেলা ১১টায় সুজন আলীকে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা লিজা খাতুনকে ডাক্তারী পরীক্ষা ও ম্যাজিস্ট্রেনের কাছে জবানবন্দীর জন্য চুয়াডাঙ্গায় পাঠানো হয়েছে বলে জানান দামুড়হুদা থানার ওসি। দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান হাবীব জানান, মঙ্গলবার ভোররাত ৪টার দিকে দামুড়হুদা থানার এস আই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গার কালিদাসপুর গ্রামে অভিযান চালিয়ে দামুড়হুদা উপজেলার দর্শনা ইসলাম বাজারের মসলেম উদ্দীনের দশম শ্রেণী পড়–য়া মেয়ে লিয়া খাতুনকে উদ্ধার এবং একই উপজেলার রামনগর গ্রামের ই¯্রাফিল হোসেনের ছেলে সুজন আলীকে আটক করে। উল্লেখ্য, সোমবার দুপুরে লিয়া খাতুন স্কুল থেকে বাড়ি ফেরার পথে সুজনসহ ৪-৫জন অস্ত্রের মুখে জিম্মি করে মাইক্রোবাসে তুলে নিয়ে অপহরণ করে লিয়া খাতুনকে। অপহৃতের পিতা মসলেম উদ্দীন বাদী হয়ে সোমবার বিকালে দামুড়হুদা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top