টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে বিএনপির নেতাকর্মীদের বাড়ি ভাংচুর করার সময় ৮ ছাত্রলীগ কর্মীকে আটক করেছে যৌথবাহিনী।মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার লাঙ্গলজোড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন, জুয়েল রানা, সোহেল রানা, শহর আলী, বাদশা মিয়া, শাহআলম, মনির হোসেন, জুয়েল ও সোহেল। এদের সবার বাড়ি গোপালপুর উপজেলা সদরে।স্থানীয়রা জানান, সন্ধ্যায় ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলার লাঙ্গলজোড়া গ্রামের কয়েকজন বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর শুরু করে। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে যৌথবাহিনী আট ছাত্রলীগ কর্মীকে আটক করলে বাকিরা পালিয়ে যায়। ঘটনার সত্যতা স্বীকার করে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মাহবুব জানান, আটককৃতরা সবাই ছাত্রলীগকর্মী। তাদের বুধবার আদালতের প্রেরন করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।