সকল মেনু

নোয়াখালী হাতিয়া-৬ আ’লীগ প্রার্থী আয়েশা ফেরদৌস বিজয়ী

 কামাল হোসেন মাসুদ:  নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী হাতিয়া-৬ আসনে আওয়ামী লীগ প্রার্থী আয়েশা ফেরদৌস বেসকারী ভাবে বিজয়ী হয়েছেন। ৬৩টি কেন্দ্র্রে বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে ভোট গ্রহন শেষে প্রাপ্ত ভোটে আয়েশা ফেরদৌস নৌকা প্রতীক নিয়ে ৬৭৫৮৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে নিবাচিত হন। তার নিকটতম প্রতিদন্ধি আমিরুল ইসলাম আমীর হরিন প্রতীক নিয়ে পেয়েছেন ৩১০০৪ ভোট এবং আনোয়রুল আজীম রাজু লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৪০৯ ভোট। মোট ভোট কাষ্টিং হয়েছে ৯৯৮৪২ এর মধ্য পেয়েছেন , বাতিল হয়েছে ৮৪৪ ভোট । সর্বমোট হাতিয়ায় ২ লাখ ১৫ হাজার ৩ শ ১৬ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৮ হাজার ৮০৭, নারী ১ লাখ ৬ হাজার ৫০৯ জন ভোটার । অন্যদিকে দু’টায় স্বতন্ত প্রার্থী আমিরুল ইসলাম আমির কয়েকটি অভিযোগ এনে নিবার্চন বর্জন ঘোষনা দেন। একেই সাথে পূণ নিবার্চনে দাবী জানান। এদিকে সকাল ১১টার দিকে চরচেঙ্গা এমসিএস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আসতে স্বতন্ত্র প্রার্থী আমিরুল ইসলাম আমিরের সমর্থকরা আ’লীগ প্রার্থী আয়শা ফেরদৌসের সমর্থকদের বাধা দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়। চরঈশ্বর বাংলাবাজারে আলী বাজার কেন্দ্রে জাতীয় পার্টির সমর্থকদের সাথে স্বতন্ত্র প্রার্থীও সমর্থকদের সংঘর্ষে ৭ জন আহত হয়। এসময় স্বতন্ত্র প্রার্থীর লোকজন জাতীয় পার্টি প্রার্থী আনোয়ারুল আজিমের ২টি মটর সাইকেল ভাংচুর ও শারিরীকভাবে লাঞ্চিত করে। অপর দিকে চৌমুহনী দারুল উলুম মাদ্রাসা কেন্দ্রটি দখলের চেষ্টা চালায় ১৮ দলের কর্মীরা। এসময় পুলিশ বিএনপি ও জামাতের ৬ জনকে আটক করে বলে জানান পুলিশ সুপার আনিসুর রহমান। তিনি আরো জানান, আইন শৃংখলা রক্ষায় নির্বাচনী এলাকায় দুই স্তরের নিরাপত্তা ব্যাবস্থা নেয়া হয়েছে। ৬টি স্ট্রাইকিং ফোর্স ও ১৩ টি বিশেষ মোবাইল টিম ছাড়াও আনসার পুলিশের পাশাপাশি সেনা, নৌ ও কোস্টগার্ড সদস্যরা নিয়োজিত রয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top