বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা সদরে শনিবার সন্ধ্যায় নির্বাচনত্তর সহিংসতায় আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র দুই প্রার্থী ড.আব্দুর রহিম খান ও পৌর মেয়র এসএম মনিরুল হকের দুটি অফিস ও একটি গাড়ী ভাংচুর – হামলা চালিয়েছে জয়ী প্রার্থীর সমর্থকেরা। এসময় পরাজিত প্রার্থীর গাড়ী চালকসহ ৫ জন আহত হয়েছে। এখবর পেয়ে যৌথ বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।বাগেরহাট ৪ আসনের প্রতিদন্দি প্রার্থী ড.আব্দুর রহিম খানের ( আনারস) নির্বাচনী প্রধান এজেন্ট এসএম মোস্তাফিজুর রহমান জানান, ভোট গননা শুরুর কিছুক্ষন পর নৌকা মার্কা প্রার্থী ডা: মোজাম্মেল হোসেনের সমর্থকেরা মোরেলগঞ্জ উপজেলা সদরে নির্বাচনী অফিস ও গাড়ী ভাংচুর করে। এসময় গাড়ী চালক এছাহাক গুরুতর আহত হয়। অপরদিকে অপর প্রতিদন্দি প্রার্থী পৌর মেয়র এসএম মনিরুল হকের (ঘড়ি) নির্বাচনী প্রধান এজেন্ট এ্যাডভোকেট তাজিনুর রহমান পলাশ জানান, নৌকা মার্কার সমর্থকেরা উপজেলা সদরে নির্বাচনী অফিসে হামলা ও ভাংচুর চালায়। এসময় সোমেদ, মাহবুব, ফজলু ও ইলিয়াছ নামের চার জন সমর্থক আহত হয়।মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক হামলা ও ভাংচুরের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হামলার খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্তিত নিয়ন্ত্রনে আনে। ফের সংর্ঘষের আশংকায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।