সকল মেনু

যৌথ বাহিনীর অভিযান নোয়াখালীতে

 কামাল হোসেন মাসুদ,নোয়াখালী প্রতিনিধি: নাশকতা ও সহিংসতা এড়াতে নোয়াখালীতে শনিবার রাত থেকে শুরু হয়েছে যৌথ বাহিনীর অভিযান। শুরুতে নোয়াখালীর জামায়াত-শিবিরের অন্যতম আস্তানা হিসেবে পরিচিত কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পুলিশ, র‌্যাব ও বিজিবি। শনিবার রাতে পরিচালিত অভিযানে কোম্পানীগঞ্জ থেকে জামায়াত-শিবিরের ৮জনকে আটক করা হয়।যৌথ বাহিনীর অভিযান চলাকালীন ৮জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ। তিনি বলেন, নাশকতা সৃষ্টি, নাশকতার পরিকল্পনা এবং সকল প্রকার নাশকতা এড়াতেই এ অভিযান পরিচালিত হয়েছে। আটককৃতদের মধ্যে
অনেকে বিভিন্ন সময় ভাংচুর এবং অগ্নিসংযোগের সাথে জড়িত ছিল। তাছাড়া এদের অনেকের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। রোববার আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top