সকল মেনু

সৈয়দপুরে সাধ ও সাধ্যের শীতবস্ত্র ফুটপাতে, সবশ্রেণির মানুষের ভিড়

মো. আমিররুজ্জামান, নীলফামারী ২১ ডিসেম্বর : প্রতিদিনই শীতের তীব্রতা বাড়ছে। এ কারণে নীলফামারীর সৈয়দপুরে ফুটপাতে গরম কাপড়ের দোকানে মানুষের ভিড় বেড়েই চলেছে। কম দামে ভালো শীতবস্ত্র পাওয়া যায় এসব দোকানে। তাই নিু আয়ের লোকজন তো বটেই অনেক বিত্তবানদের ভিড় দেখা যায় ওইসব ফুটপাতের দোকানে। পৌষের শুরু থেকেই নীলফামারী জেলার সৈয়দপুরে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। ভোররাতে ঘণ কুয়াশা ও হাড় কাঁপানো শীতে কাঁপছে সৈয়দপুরের ৫ লাখ মানুষ। শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন বৃদ্ধ ও শিশুরা। শহরের পোষ্ট অফিস মোড় এলাকায় শীতের কারণে গড়ে ওঠেছে অনেকগুলো পুরনো গরম কাপড়ের দোকান। এসব দোকান সবসময় থাকছে সরগরম। বিলাস বহুল শপিং মলে স্বল্প আয়ের মানুষের কেনাকাটার সামর্থ না থাকায় তারা ভিড় জমাচ্ছেন পুরনো কাপড়ের  এসব দোকানে। সবাই যেন মনের আনন্দে বেছে বেছে কিনছে পছন্দের পুরনো শীত পোশাক সাধ আর সাধ্য অনুযায়ী। স্বল্প মূল্যে পাওয়া যাচ্ছে সোয়েটার, জ্যাকেট, মাফলার, কোর্ট, প্যান্ট, কানটুপি ইত্যাদি শীতের পোশাক। বিরোধী দলের টানা হরতাল আর অবরোধের কারণে বড় বড়  ব্যবসায়ীরা সৈয়দপুরের বাইরে পুরনো কাপড়ের বেল পাঠাতে না পারায় ৫০, ১০০ ও ২০০ টাকার মধ্যে মোটামুটি ভালো শীতের কাপড় পাওয়া যাচ্ছে। তাই অন্যবারের চেয়ে এবার ভিড় এবং বেচাকেনা দুটোই বেশি বলে পুরনো কাপড় বিক্রেতাদের কয়েকজন জানান। এদিকে শীতে কাতর ছিন্নমুল মানুষের পাশে এসে দাঁড়ালেন সৈয়দপুরের উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম। শহরের রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন এলাকায় অবস্থানরত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। উপজেলা পরিষদের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top