সকল মেনু

সুন্দরবন থেকে প্রায় আড়াই কোটি টাকার চোরাই কাঠ উদ্ধার, আটক ২৮

বাগেরহাট প্রতিনিধি:  সুন্দরবনের কর্তন নিষিদ্ধ সুন্দরীসহ বিভিন্ন প্রজাতির প্রায় আড়াই কোটি টাকার কাঠ উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতি ও শুক্রবার কোস্টগার্ডের অভিযানে ৬টি ট্রালারসহ ৩ হাজার ১শ সিএফটি সুন্দরীকাঠসহ ২৮ কাঠ চোরাকারবারীকে আটক হয়েছে। গত দুদিনে বিপুল পরিমান সুন্দরী কাঠ উদ্ধার হওয়ায় সংশ্লি স্টদের ধারনা বর্তমান প্রেক্ষপটে সুন্দরবনে চোরাকারবারীরা বনবিভাগের একশ্রেনীর কর্মকর্তাদের সহযোগিতার বিপুল পরিমান কাঠ পাচার অব্যহত রয়েছে। কোস্টগার্ড পশ্চিম জোনের লেঃ কমান্ডার এ আর ভূইয়া জানান, বাগেরহাটের পূর্ব সুন্দরবেনর ঢাংমারী রেঞ্জের বিদ্যারবাউন এলাকায় থেকে শুক্রবার সকালে কোস্টগার্ড অভিযান চালিয়ে ২হাজার ২শ সিএফটি চোরাই কাঠ ও ৯ পাচারকারীসহ ২টি ট্রালার আটক করে। আটকৃতরা হল, মোঃ সিরাজ মিয়া (৪০), আনোয়ার হোসেন (৩৫), হিরু মিয়া (৩০), মতিউর রহমান (৩২), আজগর আলী (২৬), সালাউদ্দিন হাওলাদার (৪৫), পান্না সরদার (৩০), সগির হাওলাদার (২৫) ও হিরু মিয়া (২৭)। অপরদিকে বৃহস্পতিবার রাতে সুন্দরবনের একই রেঞ্জের মংলার জয়মণি লাউডোব এলাকা থেকে ৩ হাজার ১শ সিএফটি চোরাই কাঠ ও ৪ টি ট্রলারসহ ১৯ কাঠ পাচারকারী কোটগার্ডের হাতে আটক হয়। গত দুদিনে কোস্টগার্ডের অভিযানে আটককৃত এসব চোরাই কাঠের মূল্য প্রায় আড়াই কোটি টাকা বলে সংশ্লি স্ট সূত্রে জানা গেছে । উদ্ধারকৃত কাঠসহ আটকৃত ২৮ কাঠ পাচারকারীকে পূর্ব সুন্দরবনের ঢাংমারী ষ্টেশনে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top