সকল মেনু

টাঙ্গাইলে বিদেশী পিস্তলসহ ১ কিশোর গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল পৌর এলাকার ধুলের চর এলাকা থেকে বিদেশী  এক পিস্তল ও ২টি ম্যাগজিনসহ সাজ্জাদশীন দ্বীপ (১৯) নামের ১ কলেজ ছাত্রকে গ্রেফতার কেরেছে টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশ। এ ব্যাপারে টাঙ্গাইল গোয়েন্দ পুলিশের (ওসি) গোলাম মাহফীজুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে মাদক ব্যবসায় জড়িত থাকার গোপন সংবাদের ভিত্তিতে মেজর জেনারেল (অবঃ) মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের কমার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ও ধুলের চর এলাকার হারুন অর রশিদ লেবুর ছেলে সাজ্জাদশীন দ্বীপকে কোর্ট চত্বর এলাকা থেকে আটক করে ডিবি পুলিশ। বিকেলে সাজ্জাদশীন দ্বীপের জবান বন্দির ভিত্তিতে তার বাসায় তল্লাসী চালিয়ে ঘরের সিলিংয়ের উপরে রাখা একটি প্লাস্টিকের কৌটায় রাখা অবস্থায় আমেরিকার তৈরী ৭.৬২ ১টি অত্যাধুনিক পিস্তল ও ২টি ম্যাগজিন উদ্ধার করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে অবৈধ ভাবে আগ্নেয় অস্ত্র রাখার অপরাধে একটি মামলার দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top