জেলা প্রতিবেদক, বাগেরহাট, ১০ ডিসেম্বর : বাগেরহাটের চিতলমারীতে চিংড়ি ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি সাধন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত চিংড়ি চাষী এ ঘটনাকে পূর্বশক্রতার জের বলে ধারণা করছেন। জানা গেছে, উপজেলার সাবোখালী গ্রামের চিংড়ি চাষি সদানন্দ বিশ্বাস প্রতিদিনের মত মঙ্গলবার সকালে চিংড়ি ঘেরে যান। এ সময় তিনি ঘেরের মধ্যে চিংড়ি মাছ মরে ভাসতে দেখেন। পরে তিনি ঘেরের পানিতে কয়েকটি বিষের বোতল ভাসতে দেখে নিশ্চিত হন বিষ প্রয়োগ করা হয়েছে। চিংড়ি চাষী সদানন্দ বিশ্বাস জানান, তার এক একর চিংড়ি ঘেরে ৮ হাজার চিংড়ি ও কয়েক মন সাদা মাছ মরে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।