সকল মেনু

টাঙ্গাইলের সখীপুর ও ঘাটাইলে মঙ্গলবার আধাবেলা হরতাল

 মিয়া মোঃ নোমান, টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুর ও ঘাটাইলে আধাবেলা হরতাল আহবান উপজেলা বিএনপি।বিকেলে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও টাঙ্গাইল জেলা বিএনপির  সভাপতি অ্যাডভোকেট আহমেদ আযম খান এ কর্মসুচির ঘোষণা করেন। জানা যায় সখীপুরে অবরোধের পক্ষে ১৮ দলের নেতাকর্মীরা বিকেলে মিছিল  বের করলে পুলিশের লাঠি পেটায় ৫ নেতা কর্মী আহত হওয়ার প্রতিবাদে
মঙ্গলবার সখীপুরে আধাবেলা হরতাল ডেকেছে উপজেলা বিএনপি। অপরদিকে ঘাটাইলেও সকাল ৬টা থেকে দুপুর দুইটা পর্যন্ত হরতাল আহবান করেছে উপজেলা বিএনপি। সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লুৎফর রহমান খান আজাদ এ ঘোষনা দেন। তিনি জানান, সকালে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা দিঘর  ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মামুনকে পিটিয়ে গুরুতর আহত করে।  এ ঘটনায় উপজেলা বিএনপি অর্ধদিবস হরতাল আহবান করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top