সকল মেনু

টাঙ্গাইলে ছাত্রদল একাংশের মিছিল ও পথসভা

 টাঙ্গাইল প্রতিনিধি:  টাঙ্গাইলে ছাত্রদল একাংশের উদ্যোগে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।  সকাল সাড়ে ১১ টায় জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি আব্দুল কাদের ভুইয়া জুয়েলকে গ্রেফতারের প্রতিবাদে এ বিক্ষোভ ও পথসভা করা হয়েছে। টাঙ্গাইল পৌর এলাকার
বড় কালীবাড়ী রোডস্থ সবুর খান টাওয়ার সম্মুখ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষ করে পুরাতন বাসস্ট্যান্ড চত্বরে এক পথসভার আয়োজন করে। এ সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের সহ-সভাপতি জাহিদ হোসেন মালা,
যুগ্ম-সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ, সহ-প্রচার সম্পাদক শরিফুল ইসলাম সজিব,সহ-সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল্লাহ বাতেন, ছাত্রদল নেতা তুহিন, নাসির, রানা রাশেদ সিদ্দিকী, সাজ্জাত, বাশার, অপুসহ বিভিন্ন ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top