সকল মেনু

এক দিন পেছাল টি-২০ চ্যালেঞ্জ কাপ

 স্পোর্টস রিপোর্টার, ঢাকা, ৭ ডিসেম্বর: এক দিন পিছিয়েছে টি-২০ চ্যালেঞ্জ কাপ ক্রিকেট। ১০ ডিসেম্বরের পরিবর্তে ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ। আগামী সোমবার অনুশীলনে নামছেন ক্রিকেটাররা। সকাল নয়টায় অনুশীলন শুরু হবে। দুই দিন অনুশীলন করবেন ক্রিকেটাররা। এরপর মূল ম্যাচে নামবেন তারা।  ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের সুপার রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত ২৯ নভেম্বর। এরপর থেকে অলস সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। এজন্য ক্রিকেটারদের মাঠে ব্যস্ত রাখতে ১০ ডিসেম্বর থেকে বাংলাদেশ জাতীয় দল ও ‘এ’ দলের ক্রিকেটারদের নিয়ে তিন ম্যাচের টি-২০ সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে দেশের সার্বিক পরিস্থিতির কারণে এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে ম্যাচের সূচি।

১১ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল পাঁচটায়। পরদিনই দ্বিতীয় ম্যাচ একই সময়ে অনুষ্ঠিত হবে। শেষ ম্যাচটি হবে ১৪ ডিসেম্বর দুপুর একটায়।

জাতীয় দল :

মুশফিকুর রহিম (অধিনায়ক), এনামুল হক বিজয়, শামসুর রহমান, সাকিব আল হাসান, মো. নাঈম ইসলাম, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, আব্দুর রাজ্জাক, সোহাগ গাজী, মাশরাফি বিন মুর্তজা, জিয়াউর রহমান, রুবেল হোসেন, আল-আমিন হোসেন।

‘এ’ দল :

নাসির হোসেন (অধিনায়ক), জহিরুল ইসলাম, মো. মিথুন, ইমরুল কায়েস, মমিনুল হক, মার্শাল আইয়ুব, ছাব্বির রহমান, নাজমুল হোসেন, ফরহাদ রেজা, আরাফাত সানি, মোহাম্মদ ইলিয়াস, মুক্তার আলী, আলাউদ্দিন বাবু।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top