বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে ৪টি সংসদীয় আসনে ১৭ জন প্রাথীর মনোনয়ন যাচাই বাছাই করে ৫ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। বাতিলকৃত মনোনয়ন পত্রে স্বাক্ষর ,এ্যাফিডেভিট না থাকাসহ ঋন খেলাফীর কারনে বৃহস্পতিবার জেলা রির্টানিং অফিসার মু:শুকুর আলী এসকল মনোনয়ন বাতিল করেন। এর ফলে বাগেরহাট ১ আসনে আওয়ামীগ দলীয় প্রাথী বঙ্গবন্ধুর ভাতিজা শেখ হেলাল উদ্দিন ও বাগেরহাট ২ আসনে মীর শওকাত আলী বাদশার কোন প্রতিদ্বন্দী না থাকায় এ আসনগুলিতে তারা বর্তমানে একক প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হতে কোন বাধা রইল না। যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা হলেন বাগেহোট-১ আসনে জাতীয পার্টির প্রার্থী সম গোলাম সরোয়ার, মুসলীম লীগ প্রার্থী আঃ সবুর, বাগেরহাট – ২ আসন থেকে জাতীয পার্টির প্রার্থী মোঃ রুহুল আমিন হাওলাদার, বিএনএফ প্রার্থী মোঃ আনোয়ার হোসেন এবং বাগেরহাট – ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আসমা আইরিন বিউটি। অন্যদিকে বাগেরহাট-৩ আসনে সাবেক এমপি তালুকদার আব্দুল খালেক (আঃলীগ), তার স্ত্রী ও বর্তমান আওয়ামী লীগের এমপি মিসেস হাবিবুন নাহার তালুকদার (স্বতন্ত্র), তালুকদার আক্তার ফারুক (জাপা)। বাগেরহাট-৪ আসনে বর্তমান এমপি ডাঃ মোজাম্মেল হোসেন (আঃলীগ), জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ আঃ রহিম খান (আঃলীগ-বিদ্রোহী), মোড়েলগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাডভোকেট মনিরুল হক তালুকদার (আঃলীগ-বিদ্রোহী), আওয়ামীলীগ নেতা মো: সামছুল আলম(আঃলীগ-বিদ্রোহী), সোমনাথ দে (জাপা) মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।