ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন।
হাদির ঘনিষ্ঠজনদের বরাত দিয়ে জানা যায়, ঠিক কীভাবে তিনি গুলিবিদ্ধ হলেন—তা এখনো স্পষ্ট নয়। এ ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ।
গত নভেম্বর মাসে একাধিক অজানা নম্বর থেকে হুমকি পাওয়ার অভিযোগ করেছিলেন ওসমান হাদি। ১৪ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, দেশি-বিদেশি প্রায় ৩০টি নম্বর থেকে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়। তিনি আরও অভিযোগ করেছিলেন, তাঁর পরিবারকে আক্রমণের ভয়ও দেখানো হয়েছে।
হাদি ওই পোস্টে লেখেন, কয়েক ঘণ্টার মধ্যে বিভিন্ন বিদেশি নম্বর থেকে ফোন ও বার্তা আসে। সেখানে তাঁকে নজরদারিতে রাখা, বাসায় অগ্নিসংযোগ ও পরিবারের সদস্যদের ওপর হামলার হুমকি দেওয়া হয় বলে দাবি করেন তিনি।
ওসমান হাদির ওপর হামলার ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।