সকল মেনু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বর্জনের ঘোষণা সাবেক শিক্ষার্থীদের

অতিথি নির্বাচন ও সমাবর্তনের সময় নির্ধারণে শিক্ষার্থীদের মতামত বিবেচনায় না নেওয়ার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তন বর্জনের ঘোষণা দিয়েছেন ৬০, ৬১ ও ৬২ ব্যাচের সাবেক শিক্ষার্থীদের একাংশ। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাবেক শিক্ষার্থীরা এই ঘোষণা দেন। তারা রেজিস্ট্রেশন প্রক্রিয়া পুনরায় উন্মুক্ত করার দাবি জানালেও প্রশাসন তাতে সাড়া দেয়নি বলেও অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ২০১৩–১৪ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুই দফা সময় পরিবর্তনের পর ১৭ ডিসেম্বর সমাবর্তনের নতুন তারিখ ঘোষণা করেছে। এতে সভাপতি হিসাবে শিক্ষাবিষয়ক উপদেষ্টা সিআর আবরারকে এবং অতিথি হিসেবে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ ও ইউজিসি চেয়ারম্যান এএসএম ফায়েজকে রাখার কথা জানানো হয়।

আবদুল্লাহ আল মামুন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সুনাম, ঐতিহ্য ও মর্যাদার জায়গা থেকে আমরা অতিথি নির্বাচনে অসন্তোষ প্রকাশ করছি।’ তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে অতিথিদের পাওয়া সম্ভব না হলে নির্বাচিত সরকারের রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানকে অতিথি করার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু প্রশাসন সাড়া দেয়নি।

সাবেক শিক্ষার্থীরা সমাবর্তনের জন্য নেওয়া ফি, লভ্যাংশ এবং পুরো বাজেট স্বচ্ছভাবে প্রকাশ করার দাবি জানিয়েছেন। এছাড়া, প্রধান উপদেষ্টার অনুপস্থিতিতে তারা হতাশা ব্যক্ত করেন।

আবদুল্লাহ আল মামুন হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি প্রশাসন আমাদের উপেক্ষা করে সমাবর্তন আয়োজন করতে যায়, তবে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার দায়ভার সম্পূর্ণভাবে প্রশাসনের ওপর বর্তাবে।’

তবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন জানিয়েছেন, যথাযথ সময়েই সমাবর্তন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “এ বছরের সমাবর্তনে রাষ্ট্রপতি শিক্ষা উপদেষ্টাকে মনোনীত করেছেন। অতিথিদের আমন্ত্রণ, ক্যাম্পাস সৌন্দর্যবর্ধন ও ভেন্যু প্রস্তুতির কাজ অনেকটাই শেষ হয়েছে। এখন এ নিয়ে পুনর্বিবেচনার সুযোগ নেই।”

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top