সকল মেনু

ফরিদপুরে ট্রাকচাপায় আইনজীবী নিহত

ফরিদপুরে ট্রাকের চাপায় মোসাদ্দেক আহমেদ ‌(৪০) নামে এক আইনজীবী নিহত হয়েছে। এ সময় মো. মজিবর নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

রোববার সন্ধ্যা পৌনে সাতটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে জেলা শহরের বদরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোসাদ্দেক আহম্মেদ জেলার সদর উপজেলার মমিনখার হাট এলাকার ইছহাক কাজীর ছেলে। তিনি ফরিদপুর জজ কোর্টের আইনজীবী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর ঢাকা-খুলনা মহাসড়কে বদরপুর এলাকায় অজ্ঞাত ট্রাক একটি মোটরসাইকেলকে পেছন থেকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে একজন মারা যান। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী আহত হন। আহত ব্যক্তিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ বিশ্বাস দুর্ঘটনার খবর নিশ্চিত করে বলেন, নিহত আইনজীবী ও তার সহযোগী মোটরসাইকেলযোগে শহরে আসার পথে বদরপুর এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন। এ সময় মোসাদ্দেক আহম্মেদ ঘটনাস্থলে মারা যান ও তার সহযোগী মো. মজিবর আহত হন। এই বিষয়ে হাইওয়ে পুলিশের আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top