সকল মেনু

ছাত্রদল নেতা হাসিব স্মরণে ও জুবায়েদ হত্যার প্রতিবাদে আলোচনা সভা রোববার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিবের স্মরণে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সদস্য জুবায়েদ হোসেনের নৃশংস হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার (২৬ অক্টোবর) এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে দুপুর ১২টায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে।

আয়োজকরা জানিয়েছেন, এই অনুষ্ঠানে হাসিবুর রহমান হাসিবের ত্যাগ ও অবদান স্মরণ করা হবে এবং একই সঙ্গে জুবায়েদ হোসেন হত্যাকাণ্ডের ন্যায়বিচারের দাবিতে প্রতিবাদ জানানো হবে। এতে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সাবেক ছাত্রনেতা ও শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্যসচিব শামসুল আরেফিন সকলের প্রতি এই আয়োজনে উপস্থিত থেকে দোয়া মাহফিলকে সফল করার আহ্বান জানিয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top