সকল মেনু

‘জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করতে নভেম্বরের মধ্যে গণভোটের আহ্বান’

জুলাই সনদের আইনগত ভিত্তি সুদৃঢ় করতে নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম।

শনিবার (১৮ অক্টোবর) সকালে চাঁদপুর আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ মাঠে জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখা আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মাওলানা মাছুম বলেন, আমরা ‘পিআর পদ্ধতি’র মাধ্যমে এমন একটি নির্বাচন ব্যবস্থা গড়ে তুলতে চাই, যার মাধ্যমে দেশে প্রকৃত বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এই পদ্ধতির মূল উদ্দেশ্য হলো কর্তৃত্ববাদী রাজনীতি ও একদলীয় আধিপত্যের অবসান ঘটানো।

তিনি আরও বলেন, পিআর পদ্ধতির মাধ্যমে সমাজের শিক্ষিত, মার্জিত ও যোগ্য ব্যক্তিরা নেতৃত্বে আসার সুযোগ পাবেন। ছোট রাজনৈতিক দলগুলোও ন্যায্যভাবে মূল্যায়িত হবে এবং তাদের মতামত জাতীয় রাজনীতিতে প্রতিফলিত হবে। নির্বাচনের দিন দলীয় আধিপত্য, কালো টাকার প্রভাব ও কেন্দ্র দখলের মতো অন্যায় কর্মকাণ্ডের অবসান ঘটবে।

জামায়াতের এই নেতা বলেন, যারা গত পঞ্চাশ বছর ধরে ভোট ডাকাতি করে জনগণের আমানতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, তারাই এখন এই পদ্ধতির বিরোধিতা করছেন। কারণ তারা জানেন, পিআর পদ্ধতি চালু হলে তাদের একক আধিপত্য টিকবে না। তবে সাধারণ ভোটারদের জন্য এটি কোনো জটিল পদ্ধতি নয়, বরং এতে প্রতিটি ভোটের মূল্য ও জনগণের মতামত সঠিকভাবে প্রতিফলিত হবে।

তিনি বলেন, আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চাই, যেখানে সব দল ও মানুষ মিলেমিশে দেশ গঠনে অংশ নিতে পারবে। পিআর পদ্ধতিই পারে বাংলাদেশকে একটি সুশাসনভিত্তিক, অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে।

সম্মেলনের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিম সদস্য কাজী নজরুল ইসলাম খাদেম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চাঁদপুর জেলা আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।

জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহাজান মিয়ার সঞ্চালনায় সম্মেলনে দারসুল কুরআন পেশ করেন মুহাদ্দিস আবু নছর আশরাফী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির অ্যাডভোকেট মাকসুদুল ইসলাম বুলবুল, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসাইন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুনুর রশীদ, শহর আমীর অ্যাডভোকেট শাহজাহান খান, সদর আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, সেক্রেটারি মুহাম্মদ জুবায়ের হোসেন, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ সবুজ খানসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সম্মেলনে সংগঠনের সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন, আত্মসমালোচনা পর্ব ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে কার্যক্রমের সমাপ্তি হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top