জেলা প্রতিবেদক, পাবনা, ১৬ নভেম্বর: জেলা বিএনপির ডাকে পাবনায় শনিবার সকাল-সন্ধ্যা হরতাল চলছে। বিএনপির শীর্ষ ৫ নেতার জামিন বাতিল করে রিমান্ডে নেয়ার প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়েছে। সকাল সোয়া ৬টার দিকে সরকারী এডওয়ার্ড কলেজ গেট এলাকাসহ আশপাশের কয়েকটি এলাকায় ছাত্রদল নেতাকর্মীরা হরতাল সমর্থনে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে আগুন নেভায়। এ সময় পিকেটাররা পালিয়ে যায়। হরতালে শহরে রিকশা-ভ্যান ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। জেলা থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে ভারী যান চলাচল বন্ধ রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। উল্লেখ্য, গত ৯ নভেম্বর বিএনপি চেয়ারপাসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে আটকের প্রতিবাদে জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করে বিএনপি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।