বিডিআর বিদ্রোহ মামলার ১০ বছরের সাজা খাটা এবং বিস্ফোরক মামলায় ৬ বছর জেলে থাকা এনামুল হক (৬৫) নামে এক হাজতি আদালতে শুনানির দিন মারা যান।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত এনামুল হকের মেয়ে মিনা বেগম বলেন, আমার বাবা বিডিআর বিদ্রোহ মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত হন। তার ১০ বছর সাজা শেষ হলেও তিনি জেল থেকে বের হতে পারেননি। পরে তাকে আবার বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৬ বছর ধরে কারাগারে রাখা হয়। আজ বিস্ফোরক মামলার শুনানির দিন ছিল কিন্তু তার আর জেল থেকে খালাস পাওয়া হল না। দুনিয়া থেকে খালাস নিয়ে তিনি চলে গেলেন।
নিহতের চাচাতো ভাই মোহাম্মদ সাইদুর রহমান জানান, আমাদের বাড়ির টাঙ্গাইল জেলার ঘাটাইল থানায় এলাকায়। আমার চাচাতো ভাইয়ের চাকরি শেষ হওয়ার তিন মাস আগে বিডিআর বিদ্রোহ মামলায় গ্রেপ্তার করে তাকে কারাগারে রাখা হয়। এরপর তার ১০ বছরের সাজা হয়। ১০ বছর সাজা শেষ হলেও তিনি জেল থেকে বের হওয়ার আগেই তাকে আবার বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে রাখা হয়। এর মধ্যে বিনা চিকিৎসায় ক্যান্সারে আক্রান্ত হয়ে ছয় বছর আগে তার স্ত্রী লাইলী বেগম ও মারা যান। তার চার মেয়ে। আজ আদালতে তার বিস্ফোরক মামলার শুনানির দিন ধার্য ছিল। কিন্তু আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা যান তিনি।
তিনি আরও বলেন, ১০ বছর সাজা খাটলেও বের হতে পারলো না। আবারো ছয় বছর জেল খাটতে হলো তার। এখন বিচারে যদি খালাস পান তাহলে বিনা দোষে এত বছর জেল খাটলেন তার কী হবে। বর্তমান সরকারের কাছে আমাদের আবেদন তারা যেন তার পরিবারকে সহায়তা করেন। এছাড়া আর আমার বলার কিছু নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বিডিআর বিদ্রোহের ঘটনায় একজন হাজতি আইসিইউতে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।