বিশ্বব্যাপী শান্তিস্থাপন ও যুদ্ধ বন্ধের প্রতিশ্রতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার শপথ গ্রহণের পর দীর্ঘ বক্তব্য দেন তিনি। সেখানে জানান, তার শাসনামল হবে শান্তিস্থাপন ও এককীকরণকারী হিসেবে। এছাড়া বিশ্বের যত যুদ্ধ আছে নিজেদের শক্তি ব্যবহার করে সেগুলো বন্ধ করবেন বলেও কথা দেন তিনি।
গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্ত হওয়ার বিষয়টি উল্লেখ করে ট্রাম্প বলেন, “আমি আনন্দের সঙ্গে বলছি, গতকাল (রোববার) আমি দায়িত্ব নেওয়ার একদিন আগে, মধ্যপ্রাচ্যের জিম্মিরা তাদের পরিবারের কাছে ফেরা শুরু করেছে।”
ট্রাম্প আরও বলেন, “২০১৭ সালের মতো, আমরা আগের মতো ইতিহাসে সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গঠন করব। আমরা আমাদের সাফল্য শুধুমাত্র যুদ্ধে জয়ের মাধ্যমে পরিমাপ করব না। আমরা আমাদের সাফল্য পরিমাপ করব যুদ্ধ বন্ধ করে। খুব সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, যেগুলো আমরা শুরু করিনি।”
নতুন মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, “আমাদের শক্তি সব যুদ্ধ বন্ধ করবে এবং বিশ্বে নতুন বন্ধনের উদ্দীপনা আনবে। যে বিশ্ব ক্ষুব্ধ, সহিংস। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।